Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার (১ম শ্রেণি) 

  • ডেপুটি পোস্টমাস্টার (সঞ্চয়)
  1. পোস্টাল অপারেটর (লেজার)
  2. পোস্টাল অপারেটর (সঞ্চয়পত্র) 
  3. পোস্টাল অপারেটর (সেভিংস ব্যাংক)
  4. পোস্টাল অপারেটর (পত্রালাপ)
  5. পোস্টাল অপারেটর (ডাক জীবন বীমা) 

জুনিয়র হিসাব রক্ষক

  1. পোস্টাল অপারেটর (বিল-১)
  2. পোস্টাল অপারেটর (বিল-২) 
  • সহকারী পোস্টমাস্টার-১
  1. পোস্টাল অপারেটর (মানি অর্ডার ইস্যু ও বিলি)
  2. পোস্টাল অপারেটর (সাব-একাউন্ট)
  3. পোস্টাল অপারেটর (জি.ই.পি/ই.এম.এস ইস্যু ও বিলি)
  4. স্ট্যাম্প ভেন্ডার 
  • সহকারী পোস্টমাস্টার-
  1. পোস্টাল অপারেটর (রেজিস্ট্রি ইস্যু)
  2. পোস্টাল অপারেটর (রেজিস্ট্রি ডেলিভারি)
  3. পোস্টাল অপারেটর (পার্সেল ইস্যু ও বিলি)
  4. পোস্টাল অপারেটর (ই.এম.টি.এস) 
  • পোস্ট অফিস পরিদর্শক (শহর)
  • পোস্টাল অপারেটর (কর্মী)
  • পোস্টাল অপারেটর (বাজেট)
  • ট্রেজারার

ডাক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন একটি সেবাধর্মী সরকারি প্রতিষ্ঠান। দেশব্যাপী সুবিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এ প্রতিষ্ঠান বহুমুখী মৌলিক ডাক সেবা এবং আর্থিক ও তথ্য প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল ডাক সেবা প্রদানের জন্য নিবেদিত। এই দেশের বিপুল জনগোষ্ঠীর সেবা প্রদানের জন্য ডাক অধিদপ্তরই একমাত্র সরকারি ডাক সেবা প্রদানকারী সংস্থা। শ্রেণি-পেশা নির্বিশেষে সমাজের সকল স্তরের জনগণের জন্য দ্রুততার সাথে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ডাক সেবা নিশ্চিতকরণে ডাক অধিদপ্তর অঙ্গীকারবদ্ধ। বাস্তবানুগ ও উদ্ভাবনী ধ্যান-ধারণার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে জনজীবনে ডাক যোগাযোগে স্বাচ্ছন্দ্যের পাশাপাশি ডাক অধিদপ্তর লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যে সর্বদা সচেষ্ট।